উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত যশরাজ (৯০) চলে গেলেন না ফেরার দেশে। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তার মৃত্যু হয়েছে।
তার মেয়ে দুর্গা যশরাজ মৃত্যুর বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তবে মৃত্যুর কারণ জানায়নি।
পণ্ডিত যশরাজ ছিলেনে মেওয়াতি ঘরানার সংগীতশিল্পী। ১৯৩০ সালে হরিয়ানার হিসারে জন্ম তার। সংগীতে প্রায় ৮০ বছরের ক্যারিয়ার।
পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্ম বিভূষণসহ বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন এই কিংবদন্তি।
বর্ষীয়ান এই শাস্ত্রীয় সংগীতশিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে লেখেন, শুধুমাত্র তার উপস্থাপনাগুলোই অসামান্য ছিল না, তিনি বহু কণ্ঠশিল্পীর মেন্টর ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
জেআইএম