কোরিয়ান ব্যান্ড বিটিএস তাদের প্রথম ইংরেজি গান ‘ডিনামাইট’ প্রকাশ করেছে। জনপ্রিয় এ ব্যান্ডদলটি এর আগে অনেক গানে ইংরেজি ব্যবহার করলেও এই প্রথম পুরাদস্তুর ইংরেজি গান উপহার দিলো।
একটি একক ফান পপ সংগীত ‘ডিনামাইট’ মুহূর্তেই দর্শক-শ্রোতাদের মনে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। বিটিএসের গানগুলোর বৈশিষ্ট বরাবরই এমন। তবে যারা কোরিয়ান ভাষা বোঝেন না, এবার তারাও গাইতে পারবেন বিটিএসের গান।
বিটিএসের অন্যান্য গানের মতোই এ গানটিতেও নানান রঙ আর ঢঙের সমাবেশ করেছেন শিল্পীরা, যা মুহূর্তেই শ্রোতাদের মন রাঙিয়ে দিতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এউএসএ টুডে’কে বিটিএস জানায়, করোনা মহামারি চলাকালীন তারা একটি সম্পূর্ণ ইংরেজি গানের পরিকল্পনা করেন। কারণ, গোটা বিশ্বই এখন মানসিক চাপ ও হতাশার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে মানুষকে একটু স্বস্তি ও আনন্দ দিতেই তাদের এই প্রয়াস।
দেখুন বিটিএস’র গান ‘ডিনামাইট’:
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এমকেআর