ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুজিত মোস্তফার সুরে শিল্পী বিশ্বাসের কণ্ঠে ‘বঙ্গবন্ধু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
সুজিত মোস্তফার সুরে শিল্পী বিশ্বাসের কণ্ঠে ‘বঙ্গবন্ধু’ সুজিত মোস্তফা ও শিল্পী বিশ্বাস

জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাসের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘বঙ্গবন্ধু’।  

জাহিদ মোস্তফার কথায় গানটির সুরারোপ করেছেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী-গবেষক সুজিত মোস্তফা।

সংগীতায়োজনে খৈয়াম আহমেদ।  

এ গান প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। লাল-সবুজের এই দেশটা তার কারণেই আমরা পেয়েছি। সুরে-গানে-কণ্ঠে পিতাকে সম্মান জানাতে পারছি, এতেই নিজেকে ধন্য মনে হচ্ছে। তাছাড়া সুজিত মোস্তফার সুরে গানটি গাইতে পারা আমার আরেকটা ভালোলাগা। গানটি প্রকাশের পর থেকেই অনেকের প্রশংসা পাচ্ছি। ’

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

গানটি প্রকাশ করেছে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।