ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুরে সুরে হাছন রাজাকে শ্রদ্ধাঞ্জলি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
সুরে সুরে হাছন রাজাকে শ্রদ্ধাঞ্জলি

সুরে সুরে শ্রদ্ধা জানানো হলো মরমী সাধক হাছন রাজাকে। রোববার (২৩ আগস্ট) ফেসবুক লাইভের মাধ্যমে এ গানের আসরের আয়োজন করে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র।

'মাটির পিঞ্জুরা মাঝে' শীর্ষক এ আয়োজনে মরমী সাধক হাছন রাজার গান গেয়ে শোনান শিল্পী আকরামুল ইসলাম ও অধ্যাপক ড. জাহিদুল কবীর।

সঞ্চালনায় ছিলেন রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়।

শিল্পী আকরামুল ইসলাম গেয়ে শোনান 'সোনাবন্ধে আমারে দেওয়ানা বানাইল', 'ঠাকুর আওরে আও', 'মাটির পিঞ্জুরা মাঝে', 'আমি ধরতে না পারি' এবং 'আগুন জ্বালাইয়া দিল কনে'।

জাহিদুল কবীর কণ্ঠে গীত হয় 'ও এগো মাওলা তোমার লাগি', 'পুতের দাড়ি পাকিয়া গেল', 'তোর সনে মোর কিসের দয়া', 'রূপ দেখিলামরে নয়নে' এবং 'আহারে সোনালী'।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
ডিএন/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।