ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গায়ক-গীতিকার জাস্টিন টাউনেস আর্লের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
গায়ক-গীতিকার জাস্টিন টাউনেস আর্লের মৃত্যু

আমেরিকানা সংগীতের জন্য পরিচিত গায়ক-গীতিকার জাস্টিন টাউনেস আর্ল মাত্র ৩৮ বছর বয়সেই মারা গেছেন। তার পরিবার ইনস্টাগ্রামে এ খবর নিশ্চিত করেছে।

তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এক বিবৃতিতে জাস্টিনের পরিবার বলে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, আমাদের পরিবারের একজন সন্তান, স্বামী, পিতা ও বন্ধু জাস্টিন আর নেই। আপনারা অনেকেই বহু বছর ধরে তার সংগীত ও গানের কথা ভালোবেসেছেন। আমরা আশা করি, তার গান আগামীতেও আপনাদের জীবনপথে সঙ্গী হয়ে থাকবে। প্রিয় জাস্টিন, আমরা সবসময়ই তোমার অভাব বোধ করব। ’

জাস্টিন টাউনেস আর্লের মৃত্যুতে মার্কিন শিল্পীমহল শোকাহত। একে একে শোকবার্তা প্রকাশ করেছেন অনেকেই।

১৯৮২ সালের ৪ জানুয়ারি ন্যাশভিলে জাস্টিনের জন্ম। তার বাবা ছিলেন রক ও লোকসংগীত শিল্পী স্টিভ আর্ল।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।