ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নজরুল স্মরণে 'শিকারি' ও 'প্ল্যানচেট'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
নজরুল স্মরণে 'শিকারি' ও 'প্ল্যানচেট'

কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস উপলক্ষে টেলিভিশনের পর্দায় প্রচার হবে বিশেষ নাটক 'শিকারি' ও 'প্ল্যানচেট'। নজরুলের রচিত গল্প অবলম্বনে নাটক দুইটি নির্মিত হয়েছে।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'পণ্ডিত মশাইয়ের ব্যাঘ্র শিকার’ নাটিকা থেকে নাহিদ আহমেদ পিয়াল নির্মাণ করেছেন ‘শিকারি’। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রহমত আলী, এম এস সিরাজী, অপরুপা, পারভীন কণা, জাহিন প্রমুখ।

এর গল্পে দেখা যাবে, জমিদারবাবু শিকার করতে খুব ভালবাসেন। তিনি যাবেন বাঘ শিকারে। তার সঙ্গী হবেন পণ্ডিত মশাই। শিকারে গিয়ে তাদের ঘিরে একে একে ঘটে চলে মজার অনেক ঘটনা। ‘শিকারী’ নাটকটি বুধবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় দুরন্ত টেলিভিশনে প্রচার হবে।   

এদিকে কাজী নজরুলের শ্রুতিনাটক 'প্ল্যানচেট' অবলম্বনে একই পরিচালক নির্মাণ করেছেন নাটক 'প্ল্যানচেট'। এতে অভিনয় করেছেন তপতী, উর্বী, অদ্রি ও ইয়ামিনসহ অনেকে।  
এই নাটকটির গল্পে দেখা যাবে, বাড়ির তিন বোনের ভুত দেখার খুব ইচ্ছা। তাদের এই ইচ্ছা পূরণ করবে ছোট ভাই। এরপরই চার ভাই-বোন মিলে ভুত দেখার জন্য শুরু করলো প্ল্যানচেট! 

নজরুলের প্রয়াণ দিবস বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় এই নাটকটিও একই চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।