বাবা হারালেন তিনবার অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। তার বাবা আরনল্ড স্পিলবার্গ ১০৩ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
তিনি ছিলেন একজন প্রকৌশলী, পারসোনাল কম্পিউটার তৈরিতে তার অবদান ছিল।
বার্ধক্যজনিত কারণে লস এঞ্জেলসে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আরনল্ড স্পিলবার্গের চার সন্তান।
স্পিলবার্গ এবং চার্লস প্রোপাস্টার একসঙ্গে যখন জেনারেল ইলেকট্রিকে কাজ করতেন, তখন তারা ১৯৫০ সালের দিকে জিই-২২৫ মডেলের মেইনফ্রেম কম্পিউটারের ডিজাইন করেছিলেন। পরবর্তীতে যা ১৯৭০ ও ’৮০-এর দশকে পারসোনাল কম্পিউটারের উত্থানে ভূমিকা রাখে।
আরনল্ড স্পিলবার্গ তার ছেলে স্টিভেন স্পিলবার্গকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত হতে অনেক সহযোগিতা করেছেন। ১৯৬৩ সালে ১৬ বছর বয়সে স্টিভেন তার প্রথম চলচ্চিত্র 'ফায়ারলাইট' নির্মাণ করেন। তখন চলচ্চিত্রটি নির্মাণের জন্য আরনল্ড তার পাশে ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
জেআইএম