বিমানবাহিনীতে নারীর কৃতিত্ব নিয়ে এবার হাজির হচ্ছেন কঙ্গনা রনৌত। ‘তেজস’ নামের সিনেমাটি প্রযোজনা করছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’খ্যাত প্রযোজক রনি স্ক্রুওয়ালা।
কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’। সিনেমাটিতে ভারতীয় বায়ুসেনার পাইলট গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। তবে শুধু স্টারকিড বলেই নয়, জাহ্নবী তার নিজের জাত চিনিয়েছেন অনবদ্য অভিনয়ের মাধ্যমে। জাহ্নবীর পর এবার বায়ুসেনার পাইলটের চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রনৌত। শুক্রবার (২৮ আগস্ট) নিজের ‘তেজস’ লুক টুইট করেছেন অভিনেত্রী।
‘তেজস’ পরিচালনা করছেন নবাগত পরিচালক সর্বেশ মেওয়ারা। চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের পথে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষনাগাদ ছবির শুটিং শুরু করবেন কঙ্গনা। সেই কথাই লিখেছেন নিজের টুইট করা ছবির ক্যাপশনে। জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার বীরদের এই গাথার অংশ হতে পেরে তিনি গর্বিত। ফার্স্টলুকে বায়ুসেনার পাইলটের পোশাকেই যুদ্ধবিমানের সামনে দাঁড়িয়েছেন কঙ্গনা।
#Tejas to take-off this December! ✈️ Proud to be part of this exhilarating story that is an ode to our brave airforce pilots! Jai Hind ?? #FridaysWithRSVP@sarveshmewara1 @RonnieScrewvala @rsvpmovies @nonabains pic.twitter.com/2XC2FgnQKb
— Kangana Ranaut (@KanganaTeam) August 28, 2020
নিজের নতুন সিনেমার লুক শেয়ার করার পাশাপাশি টুইটে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডের একটি টুইট শেয়ার করেন কঙ্গনা। সেই টুইটে অঙ্কিতা জানিয়েছেন, ২০১৬ সাল পর্যন্ত তার সঙ্গে সুশান্তের সম্পর্ক ছিল। ততদিন সুশান্তের মধ্যে কোনও মানসিক রোগের লক্ষণ ছিল না। বিচ্ছেদের পর তার সঙ্গে সুশান্তের কোনও কথা হয়নি। ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’র পোস্টার প্রকাশ্যে আসার পর সুশান্ত তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন মাত্র। ফ্ল্যাটের মালিকানা নিয়েও অঙ্কিতা আগে নিজের বক্তব্য পেশ করেছেন। আর সুশান্ত মামলায় তিনি বরাবর অভিনেতার পরিবারের পাশে আছেন ও থাকবেন।
এই টুইট শেয়ার করেই রিয়া চক্রবর্তীকে বিঁধে কঙ্গনা লেখেন, ‘রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে পর্যন্ত সুশান্তের কোনও মানসিক অসুস্থতা ছিল না। তাহলে ইউরোপ সফরের সময় ফ্লাইটের অসুস্থতা ও বিচিত্র হোটেলের এই জঘন্য চিত্রনাট্য লিখল কে?’
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এমকেআর