না ফেরার দেশে চলে গেলেন বলিউডের জনপ্রিয় গায়ক পাপনের মা-সংগীতশিল্পী অর্চনা মহন্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
প্রবাদপ্রতিম অসমীয়া সংগীতশিল্পী খগেন মহন্তর স্ত্রী অর্চনা নিজেও সংগীতশিল্পী হিসেবে বেশ পরিচিত ছিলেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত ১৪ জুলাই মস্তিষ্কে স্ট্রোক হওয়ার পর থেকেই চিকিৎসা চলছিল অর্চনা দেবীর। বৃহস্পতিবার থেমে গেল সেই লড়াই। এদিন গুয়াহাটির নবগ্রহ শ্মশান ঘাটে পুত্র পাপনের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাজ্য-জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
অর্চনা দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের রাজ্যে সংস্কৃতি অঙ্গনের এক নক্ষত্রের পতন ঘটলো। শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। প্রয়াত শিল্পীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।
অর্চনার স্বামী খগেন মহন্ত ছিলেন ‘বিহু সম্রাট’। তিনি এবং অর্চনা আজীবন দেশে-বিদেশের বিভিন্ন প্রান্তে আসামের এই ঘরানার লোকগানকে পৌঁছে দিয়েছেন। আসামের লোকসংগীতের আসরে এই জুটির বিহু গানের প্রবল জনপ্রিয়তা এখনও বেশ সমাদৃত।
পাপনের বাবা খগেন বাবু ২০১৪ সালে মৃত্যুবরণ করেন। বাবার পর এবার মা’কেও হারালেন জনপ্রিয় এই গায়ক।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
ওএফবি