স্বাস্থ্যবিধি মেনে প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে 'মহলা মগন' শীর্ষক উঠান নাটকের মেলা ২০২০। 'অবসাদ বিরুদ্ধস্রোত' স্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর থেকে।
৪ ও ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মেলায় প্রদর্শিত হবে 'দ্য জু স্টোরি'। এডওয়ার্ড অ্যালবী লেখা থেকে নাটকটি বাংলায় অনুবাদ করেন আশফাকুল আশেকীন। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
'দ্য ডাম্ব ওয়েটার' প্রদর্শিত হবে ১১ ও ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়। হ্যারল্ড পিন্টারের রচনা থেকে এটি অনুবাদ করেছেন রবিউল আলম। নির্দেশনায় রয়েছেন মো. শওকত হোসেন সজিব।
১৮ ও ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে 'হানড্রেড বাই হানড্রেড' এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল।
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস থেকে 'কর্নেল কে কেউ চিঠি লেখে না'র নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব। নির্দেশনায় ছিলেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। ২৫ ও ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা এটি প্রদর্শিত হবে।
২ ও ৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় 'ফাউস্ট অথবা অন্য কেউ' প্রদর্শিত হবে। গ্যোটের শ্রুতিনাট্য 'ফাউস্ট' অবলম্বনে এটি তৈরি করা হয়েছে। তত্ত্বাবধানে তানজি কুন।
জানা যায়, এই আয়োজনটিতে প্রতি প্রদর্শনীতে ২০ জন দর্শক নাটক দেখার সুযোগ পাবেন। টিকেট মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
জেআইএম