করোনা মুক্ত হয়েছেন নন্দিত চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি ছটকু আহমেদ। ৭৪ বছর বয়সে করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন 'সত্যের মৃত্যু নেই'খ্যাত এই নির্মাতা।
শুক্রবার (২৮ আগস্ট) ছটকু আহমেদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। রোববার (৩০ আগস্ট) রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
ছটকু আহমেদ বাংলানিউজকে বলেন, শুরু থেকেই আমার বড় ধরনের কোনো সমস্যা ছিল না। মাঝে খানিকটা শারীরিক দুর্বলা তৈরি হয়েছিল। পড়ে অবশ্য তাও ঠিক হয়ে যায়। আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এবং আমি এখন সুস্থ। তাই চিকিৎসক বাসায় ফেরার অনুমতি দিয়েছেন। আগামী দিনে যাতে সুস্থ থাকতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাইছি।
এর আগে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ছটকু আহমেদ। তখন জ্বর ছাড়া তার আর কোনো উপসর্গ ছিল না।
ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন ছটকু আহমেদ। ১৯৬২ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নিয়ে প্রথম নাটক পরিচালনা করেন তিনি। ১৯৭২ সালের ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার সহকারী পরিচালক হিসাবে তার বড় পর্দায় যাত্রা শুরু হয়। তার একক পরিচালিত প্রথম সিনেমা 'নাতবৌ' মুক্তি পায় ১৯৮২ সালে।
দীর্ঘ ক্যারিয়ারে ছটকু আহমেদ তিন শতাধিক সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন। এর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে 'সত্য মিথ্যা', 'বাংলার বধূ', 'লালু মাস্তান', 'পিতা মাতা সন্তান', 'ঘাতক' ও 'চেতনা'।
কিছুদিন আগে, কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর রোগীর জীবনে ঘটে যাওয়া বিরূপ ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন ছটকু আহমেদ। চিত্রনাট্য লেখার পাশাপাশি সিনেমাটি তিনি নিজেই পরিচালনা করবেন বলেও জানান।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
জেআইএম