ভারতের শিক্ষক দিবসে নিজের শিক্ষকদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলেন বলিউড সুপারস্টার আমির খান। শনিবার (০৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে শিক্ষকদের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন ধন্যবাদ জানান এই অভিনেতা।
টুইটারে পোস্ট করা ছবিটিতে দেখা যায়, চেয়ারে বসে আছেন শিক্ষিকারা আর তাদের পেছনে দাঁড়িয়ে শিক্ষকরা। সবার সামনে হাঁটু গেঁড়ে বসেছেন হাস্যোজ্জ্বল আমির খান। ছবির গায়ে প্রত্যেকের নাম উল্লেখ করে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
ছবির ক্যাপশনে আমির খান শুধু লেখেন, ধন্যবাদ।
কয়েকদিন আগে আমির খান তার মারাঠি শিক্ষক সুহাস লিমায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। তখন তিনি লেখেন, আমার মারাঠি শিক্ষক মি. সুহাস লিমায় গতকাল মারা গেছেন শুনে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। স্যার, আপনি আমার সেরা শিক্ষকদের একজন ছিলেন। আমি আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছিলাম। আপনার কৌতূহল, শেখার এবং শেখানোর ইচ্ছাটি আপনাকে চমৎকার শিক্ষক হিসাবে গড়ে তুলেছে, যা আপনি সবসময় ছিলেন।
তার প্রতি সম্মান জানিয়ে আমির খান ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, ভারতের অন্যতম শিক্ষাবিদ ড: সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পালনের পরিবর্তে প্রতিবছর ৫ সেপ্টেম্বর দেশটিতে শিক্ষক দিবস উদযাপিত হয়।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
জেআইএম