ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কে এস ফিরোজের মৃত্যুতে তারকাদের শোক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
কে এস ফিরোজের মৃত্যুতে তারকাদের শোক

মঞ্চ, নাটক ও চলচ্চিত্র অভিনেতা কে এস ফিরোজের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা ও সংশ্লিষ্ট অনেকে শোক প্রকাশ করেছেন।

চলচ্চিত্র ও নাটকের বিভিন্ন সংগঠন থেকেও শোকবার্তা দেওয়া হয়েছে।

চিত্রনায়ক রিয়াজ আহমেদ ফেসবুকে লেখেন, গুণী অভিনেতা ও একজন ভালো মানুষ কে এস ফিরোজ ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

অভিনেত্রী শাহনাজ খুশি লেখেন, করোনায় চলে গেলেন আমাদের প্রিয় অভিভাবক, অভিনেতা শ্রদ্ধেয় কে এস ফিরোজ ভাই। সকালটা আটকে গেল খবরটা শোনার পর। কিছু বলবার ভাষা পাচ্ছি না! আপনার শান্তি কামনা করছি।

অভিনেতা ফারুক আহমেদ লেখেন, হঠাৎ করেই চলে গেলেন অভিনেতা কে এস ফিরোজ। এ কেমন চলে যাওয়া! তাঁর আত্মার শান্তি কামনা করছি।

অভিনেত্রী তানভিন সুইটি লেখেন, করোনায় চলে গেলেন আমাদের প্রিয় অভিভাবক, অভিনেতা শ্রদ্ধেয় কে এস ফিরোজ আঙ্কেল। কয়েকদিন আগেও ফোনে কথা হলো, খবর নিলাম কেমন আছেন। কতো স্মৃতি আঙ্কেলের সঙ্গে, অনেক ভালো মনের মানুষ ছিলেন। আমাকে ভীষণ পছন্দ করতেন, বলতেন তুমি সবসময় খবর নিও। আঙ্কেল অনেক দোয়া রইলো। আপনার আত্মার শান্তি কামনা করছি।

অভিনেতা মীর সাব্বির লেখেন, কে এস ফিরোজ অসম্ভব সুন্দর একজন মানুষ। দুর্দান্ত অভিনেতা। সাহসী একজন মানুষ। তার সঙ্গে আমার অনেক অনেক স্মৃতি। অনেক অনেক ভালো লাগার সময় কেটেছে আর স্নেহধন্য হওয়ার সুযোগ হয়েছিল। আজ তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে।
মহান আল্লাহ পাকের কাছে আপনার জন্য প্রার্থনা করছি, আল্লাহ যেন আপনাকে বেহেস্তবাসী করেন। আমিন।

অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, বিশ্বাস করতেও খুব কষ্ট হচ্ছে, আমাদের প্রবীণ অভিনেতা, অগ্রজ কে এস ফিরোজ ভাই না ফেরার দেশে চলে গেলেন...। আর দেখা হলো না আপনার সঙ্গে। আপনার জন্য চিরশান্তি কামনা করি...গভীর শ্রদ্ধা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭৬ বছর বয়সে কে এস ফিরোজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদিন বাদ জোহর বনানী সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।