আগামী ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’।
দেবী দুর্গার আগমন উপলক্ষে চলতি বছর দুর্গোৎসবের ১ মাস আগে ব্যাপক উদ্দীপনায় হিন্দুধর্মাবলম্বীরা মহালয়া উদযাপন করছেন।
আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর;
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।
অনুষ্ঠানে চণ্ডী পাঠ করবেন প্রমোদ দত্ত (শ্লোক পাঠ) ও বাংলা অনুবাদ পাঠ করবেন দীপক কুমার গোস্বামী।
সংগীত পরিবেশন করবেন- মহাদেব ঘোষ, চম্পা বনিক, অলক সেন ও দেবলীনা সুর। এছাড়াও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন তৃনা মজুমদার ও তার দল (ত্রিশূল)।
বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্র এষ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান প্রযোজনায় আফরোজা সুলতানা। গ্রন্থনা ও নির্দেশনায় সুমন সাহা। সংগীত পরিচানায় ফোয়াদ নাসের বাবু।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
ওএফবি