ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নারী পাচারের গল্প নিয়ে ‘ইচ্ছে দহন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
নারী পাচারের গল্প নিয়ে ‘ইচ্ছে দহন’

এক তরুণীর জীবনের চরাই উৎরাইয়ের গল্প নাটকে তুলে ধরেছেন পরিচালক দীপু হাজরা। আসাদুজ্জামান সোহাগ রচিত নাটকটির নাম ‘ইচ্ছে দহন’।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নাটকটির শুটিং শুরু হয় ঢাকার পার্শ্ববর্তী সাভারের আমিন বাজারে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, আব্দুন নূর সজল, সালাহ্ খানম নাদিয়া, এস এম মহসিন, মীর শহীদ, জিনাত রেহানা লুনা, মীর আলী, আরিয়ান ইভা, ফকির মাহমুদ জাকির, জলি আক্তার, সরকার আরিফুল ইসলাম, পপি আক্তার, শিশির আহমেদ, পিপুলী ইসলাম, আনিকা আফরিন প্রমুখ।  

‘ইচ্ছে দহন’ নাটকের গল্পে দেখা যাবে, জামশেদের মূল ব্যবসা সে একজন নারী পাচারকারী, নানা কৌশলে গ্রাম কিংবা শহর থেকে দালালের মাধ্যমে ঢাকা নিয়ে এসে সেখান থেকে পাচার করে। এবার চোখ পড়েছে তারই অফিসের নাইট গার্ডের মেয়ে অন্তরার উপর। টাকার লোভে বাবার বয়সী লোকটিকে বিয়ে করতে হয় অন্তরাকে। তবে কাবিননামা, বিয়ে সবই ছিলো সাজানো নাটক, প্রতারণা।  

বিয়ের পর তেমন সুখ পায় না অন্তরা। মূলত তাকেও পাচার করার জন্যই এমন গল্প সাজানো হয়েছে। বিষয়টি অন্তরা টের পায়। একদিন ভোরে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। আচমকা গাড়ি চালক জোসেফের গাড়ির উপর এসে পড়ে অন্তরা, ঘটে মারাত্মক দুর্ঘটনা। এরপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এতে জামশেদ চরিত্রে তারিক আনাম খান, অন্তরা চরিত্রে সালাহ্ খানম নাদিয়া ও জোসেফের চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল।

বিটুএ ভিশন প্রযোজিত নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।