ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রথমবার পূজার গান বানালেন ফোয়াদ নাসের বাবু, গাইলেন ৮ শিল্পী

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
প্রথমবার পূজার গান বানালেন ফোয়াদ নাসের বাবু, গাইলেন ৮ শিল্পী প্রথমবার পূজার গান বানালেন ফোয়াদ নাসের বাবু, গাইলেন ৮ শিল্পী

এবারই প্রথম পূজার গানের সুর ও সংগীত পরিচালনা করলেন দেশীয় ব্যান্ড সংগীতের অন্যতম সেরা ব্যক্তিত্ব ফোয়াদ নাসের বাবু । গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের ৮জন প্রতিভাবান কণ্ঠশিল্পী।

 

গানটিতে মহামারির এসময়ে দূর্গা মা’কে আলো হাতে এসে পৃথিবী রক্ষার আহবান জানানো হয়েছে। আধাঁর নেমে আসা এ জগতে/এসো গো মা তুমি আলো হাতে/রক্ষা করো মাগো তুমি এ ত্রিভুবন/সদা জাগ্রত মা তোমার ত্রিনয়ন/জাগো মা দূর্গা, জাগো মা- এমন কথায় গানটি লিখেছেন গীতিকার সুমন সাহা। গানটিতে কণ্ঠ দেওয়া ৮ শিল্পী হলেন- অলক কুমার সেন, চম্পা বনিক, দেবলীনা সুর, সন্দীপন দাস, হৈমন্তী রক্ষিত দাস, অপুর্ব অপু ও অবন্তী দেব সিঁথি ও মন্টি সিনহা।  

সুর-সংগীতায়োজক ফোয়াদ নাসের বাবু গানটি সম্পর্কে বলেন, ‘সিনেমার গানের কাজ করার সময় প্রায়শই কীর্তন আঙ্গিকের গান সুর বা সংগীতায়োজন করতে হয়েছে। তবে পুজোর গান এই প্রথম এবং এটা একমাত্র অংশগ্রহণকারী সহশিল্পীদের সহযোগিতার জন্যই সম্ভব হয়েছে। গীতিকবি সুমন সাহার কথাও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আশা করছি, গানটা সবার ভালো লাগবে। ’

গীতিকবি সুমন সাহা বলেন, ‘গানটি এই সময়টাকে ঘিরে লেখা। বিশ্বব্যাপী অতিমারি, চারপাশে অন্যায়, অত্যাচার, নারী নির্যাতন- যেন আঁধারে ছেয়ে গেছে ত্রিভুবন। তাই দেবী দুর্গাকে নতুনরূপে জাগ্রত হয়ে, আলো হাতে পৃথিবীকে রক্ষা করার অাহবান জানানো হয়েছে এই গানে। গুণী সংগীতপরিচালক ফোয়াদ নাসের বাবু গানটিকে একটি ভিন্নমাত্রা দিয়েছেন। আর শিল্পীরা কণ্ঠের সঙ্গে অন্তর দিয়ে গানটি গেয়েছেন।

গানটি আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বিটিভির ‘শারদ আনন্দ’ শীর্ষক অনুষ্ঠানে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।