‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’খ্যাত নির্মাতা রুসো ব্রাদার্সের ইরাকভিত্তিক ড্রামা ‘মোসুল’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। আগামী নভেম্বরেই মুক্তি পাবে সিনেমাটি।
অ্যান্থনি ও জো রুসো ভ্রাতৃদ্বয়ের প্রযোজিত ‘মোসুল’ সিনেমাটির মাধ্যমে পরিচালনায় অভিষেক করেছেন ম্যাথু কারনাহান। ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ও ‘২১ ব্রিজেস’ সিনেমার সহ-কাহিনিকার হিসেবে ম্যাথু বিশেষভাবে খ্যাত। ‘মোসুল’র কাহিনিও লিখেছেন তিনি।
হলিউডভিত্তিক পত্রিকা ডেডলাইন জানায়, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অপেক্ষায় ছিল। কিন্তু আপাতত করোনা মহামারির কারণে তা আর সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নেওয়া।
‘মোসুল’ সিনেমাটি সত্য ঘটনার আলোকে নির্মিত। জঙ্গি সংগঠন আইসিস অধিকৃত মোসুলে মার্কিন সোয়াট টিমের দুর্ধর্ষ গেরিলা অভিযানের কাহিনি ফুটে উঠবে এ সিনেমায়।
গত বছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এবং তারপর টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘মোসুল’ প্রদর্শিত ও প্রশংসিত হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এমকেআর