ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি, কথা বলেছেন, শুনছেন রবীন্দ্রসংগীত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি, কথা বলেছেন, শুনছেন রবীন্দ্রসংগীত সৌমিত্র চট্টোপাধ্যায়

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গত কয়েক দিন ধরে আশঙ্কাজনক অবস্থায় থাকার পর এখন বেশ সুস্থতাবোধ করছেন।

কথাও বলছেন। শুনছেন রবীন্দ্রসংগীত এবং নিজের সিনেমার পছন্দের গান।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ভালো ঘুমও হয়েছে। যদিও এখনও তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। শরীরে এখন আর জ্বর নেই। হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, করোনামুক্ত হওয়ার পর চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন সৌমিত্র।

গত ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।  ৯ অক্টোবর থেকে তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। বুধবার (১৪ অক্টোবর) থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র। মেডিক্যাল বোর্ডের সদস্য এক চিকিৎসক বলেন, সৌমিত্র ভালো আছেন। চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। অন্যদের কথাবার্তা শুনছেন। বুঝতে পারছেন। তিনি কথা বলারও চেষ্টা করছেন। শারীরিক জটিলতার কারণে নতুন করে কোনও সমস্যা হয়নি। পছন্দের গান শুনছেন। মনে করা হচ্ছে আগামী দু’তিন দিনে শারীরিক পরিস্থিতির আরও উন্নতি হবে।

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার (১৬ অক্টোবর) ফের তার নানা ধরনের শারীরিক পরীক্ষা করা হবে। শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝেমধ্যে তার বাইপ্যাপ সাপোর্ট লাগছে। করোনা চিকিৎসায় দু’বার প্লাজমা থেরাপি করা হয়েছে। এর ফলে শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। হৃদযন্ত্র, কিডনি, যকৃতসহ অন্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে অভিনেতার। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।