ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সব রিপোর্ট ভালো, আগের চেয়ে ভালো আছেন সৌমিত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
সব রিপোর্ট ভালো, আগের চেয়ে ভালো আছেন সৌমিত্র কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

কলকাতা: আগের চেয়ে অনেকটাই ভালো আছেন ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার সব মেডিক্যাল রিপোর্ট সন্তোষজনক।

 

করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে সৌমিত্রের। আপাতত জ্বর নেই। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। রাতে ভালো ঘুম হচ্ছে তার। সবাইকে ঠিকভাবে চিনতেও পারছেন তিনি। অন্যের ডাকে সাড়া দিচ্ছেন।  

শুক্রবার নিজের পছন্দের গান শুনেছেন প্রবীণ এই অভিনেতা। শনিবার (১৭ অক্টোবর) হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। শনিবার সে অবস্থার আরও খানিকটা উন্নতি হয়েছে। নতুন করে কোনও শারীরিক জটিলতা দেখা যায়নি বলে জানান চিকিৎসকরা। যদিও হাসপাতালে আইটিইউ’তেই কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তখনই মধ্য কলকাতার বেলভিউ ক্লিনিকে অভিনেতাকে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থান অবনতি হয়েছিল। দুইবার প্লাজমা থেরাপি দেওয়া হয় তাকে। অক্সিজেনের মাত্রাগত তারতম্যের জেরে দেওয়া হয়েছিল বাই-প্যাপ ভেন্টিলিশনের সাপোর্ট। বর্তমানে সব রিপোর্ট সন্তোষজনক। হৃদযন্ত্র, কিডনি, যকৃতসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে বর্ষীয়ান এই অভিনেতার।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
ভিএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।