দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। তবে বাইরে থেকে দেখলে একেবারে সুস্থ মনে হয় তাকে।
বিষয়টি এতদিনে প্রকাশ্যে আনেননি ৬৩ বছর বয়সী এই অভিনেতা। কঠিন রোগের সঙ্গে দীর্ঘদিনের সংগ্রামের গল্প সম্প্রতি নিজেই জানালেন ‘মিস্টার ইন্ডিয়া’খ্যাত এই তারকা।
অনিল কাপুর ইনস্টাগ্রামে জানান, অ্যাকিলিস টেন্ডন নামের কঠিন রোগে আক্রান্ত তিনি। রোগটি নিয়ন্ত্রণ করতে নিয়মিত শরীরচর্চা করেন তিনি। করোনাকালেও মুম্বাইয়ের পার্কে নিয়মিত হাঁটছেন এই অভিনেতা। স্কিপিংও করেন প্রতিদিন। একদিনও বাদ দেন না নিজের এই শরীরচর্চার অভ্যাস। সেজন্যই তিনি রোগটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। অনিল কাপুর লেখেন, ড. মুলার একাধিক রকম শরীরচর্চার মধ্যে দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছেন। হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি ও স্কিপিং করে কোনওরকম অস্ত্রোপচার ছাড়াই আমি এখনো ভালো আছি।
গোড়ালির হাড়ের সঙ্গে পেশীগুলির সংযোগকারী তন্তুযুক্ত টিস্যুকে অ্যাকিলিস টেন্ডন বলে। এই রোগের ক্ষেত্রে টিস্যু ক্ষয় হতে থাকে। তাতে মানুষ হাঁটা-চলার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারেন। এতে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
জেআইএম