গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ এবং বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন।
তথ্যটি ফারুক নিজেই নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
আকবর হোসেন পাঠান ফারুক বলেন, আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় আমি এখন সুস্থ। জ্বর নেই, অন্যান্য সমস্যাগুলোও এখন স্বাভাবিক। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবো।
তিনি আরও বলেন, দেড় মাস এখানে (সিঙ্গাপুর) রয়েছি। মনটা দেশে পড়ে রয়েছে। অনেকে আমার খোঁজ-খবর নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং দোয়া করেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। ঠিকঠাকভাবে যাতে দেশে পৌঁছাতে পারি, সে জন্য সবার দোয়া চাইছি।
গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারুক। সেখানে তার যক্ষ্মা রোগ ধরা পড়ে। সুস্থ হয়ে সপ্তাহখানে আগেই হাসপাতাল ছাড়েন তিনি।
প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক তাকে দেশে ফেরার অনুমতি দেয়। ফারুকের সঙ্গে তার সহধর্মীনি ফারহানা ফারুকও রয়েছেন।
গত ১৮ আগস্ট তীব্র জ্বর নিয়ে প্রথমে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ফারুক। এরপর আরও কয়েক দফায় হাসপাতালে ভর্তি হয়ে শেষ পর্যন্ত দেশ থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হয় চলচ্চিত্রের 'মিয়া ভাই'খ্যাত এই অভিনেতাকে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
জেআইএম