প্রতি বছর শাহরুখ খানের জন্মদিনে হাজার হাজার ভক্ত বলিউড সুপারস্টারের বাড়ির (মান্নাত, মুম্বাই) সামনে জড় হয়। মান্নাতের ঝুল বারান্দায় এসে ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে ভালোবাসা বিনিময় করেন শাহরুখ।
তবে এবার করোনা মহামারির কারণে তেমনটি হচ্ছে না। তাই সোমবার (২ নভেম্বর) শাহরুখের জন্মদিন ভার্চ্যুয়ালি উদযাপন করার উদ্যোগ নিয়েছে কিং খান'স ফ্যান ক্লাব।
ফ্যান ক্লাবের সদস্য যশ প্রয়ানী বলেন, এ বছর আমরা সবকিছু ভার্চ্যুয়ালি করতে চাই। তবে উদযাপনটা যাতে চমৎকার হয়, সেটা নিশ্চিত করতে চাই। রোববার (১ নভেম্বর) রাতে শাহরুখ ভক্তরা অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে মান্নাতের থাকার অভিজ্ঞতা পাবেন।
নির্দিষ্ট একটি লিংকের মাধ্যমে বিশ্বের যে কেউ এই আয়োজনে অংশ নিতে পারবেন বলেও জানান তিনি।
১৯৬৫ সালে নয়া দিল্লিতে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। বলিউডে তিন দশক ধরে রাজত্ব করা খান সাম্রাজ্যের বাদশা বলা হয় শাহরুখকে। এদিকে রূপালি পর্দার বাইরে শাহরুখ একাধারে চলচ্চিত্র প্রযোজক, উদ্যোক্তা, ক্রীড়ামোদী, রসিক ও সামাজিক যোগাযোগমাধ্যম বান্ধব হিসেবেও পরিচিত।
এ বছর 'কিং খান' ৫৫তম জন্মদিন উদযাপন করবেন।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
জেআইএম