কলকাতা: আগের মতোই এখনও লাইফ সাপোর্টেই রয়েছে অভিনেতা। কিছুটা অবনতিই হয়েছে।
রোববারও (১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত চিকিৎসায় সাড়া দিচ্ছে না তাঁর মস্তিষ্ক। এদিন নিয়ে ১১ দিন হলো। মস্তিষ্ক একই অবস্থায় আছে। এদিন রাতে ফের ডায়ালাইসিস করানোর কথা ভাবছেন ডাক্তার অরিন্দম কর পরিচালিত মেডিক্যাল টিম। ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক না হলেও এখনও নিয়ন্ত্রণেই রয়েছে। ইউরিনের মাত্রা ঠিকই রয়েছে। এছাড়া আগের মতোই এখনও লাইফ সাপোর্টেই রয়েছে অভিনেতা। ফুসফুসের অবস্থা আগের মতোই। চেষ্টা চলছে যাতে সংক্রমণ আর না ছড়ায়। এদিন নিয়ে ২৫ দিন হাসপাতালে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কয়েকবার ডাকাডাকিতে চোখ খুলে তাকিয়েছেন দু-একবার। পুরোপুরি সংকটমুক্ত না হলেও শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল বলে বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল।
প্রসঙ্গত, করোনামুক্ত হলেও করোনা পড়ে শারীরিক দুর্বলতা এবং বার্ধক্যজনিত কারণে শারীরিক উন্নতিতে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে চিকিৎসকদের মত। গত ৬ অক্টোবর করোনা শনাক্ত হয়ে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৫ বছরের এই অভিনেতা। তবে করোনাকে হারিয়ে মধ্যবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও গত কয়েকদিনে আবারও অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
ভিএস/এমকেআর