ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মার্কিন প্রেসিডেন্টদের গল্পে নির্মিত সাড়া জাগানো পাঁচ সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
মার্কিন প্রেসিডেন্টদের গল্পে নির্মিত সাড়া জাগানো পাঁচ সিনেমা ‘লিংকন’ সিনেমার একটি দৃশ্য

গোটা বিশ্বের চোখ এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। ডোনাল্ড ট্রাম্পের সিংহাসন অটুট থাকবে নাকি নতুন প্রেসিডেন্ট হবেন জো বাইডেন তা শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে।

 

বিশ্বের বড় কোন ঘটনাই যেন হলিউডের বিচরণের বাইরে থাকে না। আর খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রেসিডেন্ট তো আরও বড় বিষয়। বিভিন্ন সময়ের মার্কিন প্রেসিডেন্টদের গল্প রূপালি পর্দায় ফুটিয়ে তুলেছে হলিউড। এরকমই কিছু সিনেমা সম্পর্কে জানা যাক।

১. লিংকন
মার্কিন প্রেসিডেন্টদের যত কাহিনি রূপালি পর্দায় এসেছে তার মধ্যে প্রখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবাগের ‘লিংকন’ সম্ভবত সবচেয়ে সেরা। আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট (১৮৬১-১৮৬৫)। আমেরিকার গৃহযুদ্ধের টালমাটাল সময়ে তিনি প্রেসিডেন্ট হিসেবে অবস্মরণীয় অবদান রাখেন। তার চরিত্রে অনবদ্য অভিনয় করেন বর্ষীয়ান অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস।

 

২. নিক্সন
বিংশ শতাব্দীর অন্যতম শীর্ষ বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। পরিচালক অলিভার স্টোন নির্মিত ‘নিক্সন’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেন অ্যান্থনি হপকিন্স।  

 

৩. ডব্লিউ
অলিভার স্টোনের আরেকটি আলোচিত সিনেমা ‘ডব্লিউ’। এটি নির্মিত হয়েছে জর্জ ডব্লিউ বুশের রাজনৈতিক জীবন ঘিরে। ইরাকে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে অভিযোগ তুলে হামলাকারী বুশের কর্মকাণ্ড নির্লিপ্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়।

 

৪. দ্য বাটলার
বেশ কয়েকজন মার্কিন প্রেসিডেন্টের গল্প পাওয়া যাবে লি ড্যানিয়েল নির্মিত ‘দ্য বাটলার’ সিনেমায়। হোয়াইট হাউজের এক কর্মচারী ফরেস্ট হুইটেকারের চেচিল গেইনিসের বলা গল্পে আইজেনহাওয়ার থেকে বারাক ওবামা পর্যন্ত আটজন প্রেসিডেন্টের কাহিনি ফুটে উঠেছে এ সিনেমায়।

 

৫. এলবিজে
প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যার পর দায়িত্ব নেওয়া লিনডন বি জনসনের গল্পে নির্মিত সিনেমা ‘এলবিজে’। সিনেমাটিতে উডি হ্যারেলসন মূল চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।