ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শারীরিক অবস্থার উন্নতি, চলতি সপ্তাহে বাসায় ফিরতে পারেন অপূর্ব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
শারীরিক অবস্থার উন্নতি, চলতি সপ্তাহে বাসায় ফিরতে পারেন অপূর্ব জিয়াউল ফারুক অপূর্ব

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র শারীরিক অবস্থা ভালো হয়ে আবার খারাপের দিকে গিয়েছিল। তবে এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

স্বাভাবিক খাবার খেতে পারছেন।

বর্তমানে আগের চেয়ে অপূর্ব’র শারীরিক অবস্থা অনেকটা ভালো। এভাবে আর কয়েকদিন তার অবস্থা স্থিতিশীল থাকলে বা আরও উন্নতির দিকে গেলে চলতি সপ্তাহে বাসায় ফিরতে পারবেন অপূর্ব। এসব তথ্য জানিয়েছেন অপূর্ব’র ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

তিনি বলেন, অপূর্ব ভাই এখন ভালো আছেন। আগামী আরও ৩ দিন তার শারীরিক অবস্থা ভালো থাকলে তিনি বাসায় ফিরতে পারবেন বলে চিকিৎসক জানিয়েছেন।  

বর্তমানে অপূর্ব চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন বলেও জানান ‘বড় ছেলে’খ্যাত এই নির্মাতা।  

করোনা আক্রান্ত হলে গত ৪ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় অপূর্বকে। এরপর তার শারীরিক অবস্থা উন্নত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। করোনায় তার ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়। রক্তে একাধিক ইনফেকশনও ধরা পড়ে।  

কিন্তু পরে আবারও জটিলতা দেখা দিলে অপূর্বকে প্লাজমা দেওয়া হয়। এরপর আবার তার অবস্থা খারাপ হয়। তবে বর্তমানে অবস্থা উন্নতির দিকে।  

অক্টোবরের শেষদিকে বান্দরবানে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরেন অপূর্ব। সর্বশেষ শিহাব শাহীন পরিচালিত ‘যদি, কিন্তু...তবুও’র শুটিংয়ে অংশ নেন এই অভিনেতা। এই সিনেমার শুটিংয়েই অসুস্থ হয়ে পড়লে তার করোনা টেস্ট করা হয় এবং তা পজিটিভ আসে। বর্তমানে অপূর্বের অসুস্থতার জন্য শুটিংটি বন্ধ আছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।