নেটফ্লিক্সের সুপারহিরো সিনেমা ‘উই ক্যান বি হিরোস’-এ প্রিয়াঙ্কা চোপড়ার ফার্স্ট লুক প্রকাশ করলেন অভিনেত্রী নিজেই।
হলিউডের নির্মাতা রবার্ট রড্রিগেজ পরিচালিত সিনেমাটি আগামী ইংরেজি নববর্ষে নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।
ইনস্টাগ্রামে নিজের ফার্স্ট লুক প্রকাশ করে ‘দেশি গার্ল’ লেখেন, এটি শিশুতোষ সিনেমা। এ ঘরানার আরও সিনেমা বানিয়েছেন নির্মাতা রবার্ট। আমার চরিত্রটির জটিল জগতকে আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এ বিষয়ে আরও জানা যাবে শিগগিরই।
প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যায়, সাহসী ভঙ্গিমায় ল্যাবরেটরি থেকে বের হচ্ছেন তিনি। বোঝাই যাচ্ছে, রবার্টের সুপারহিরো সিনেমায় এক সাহসী নারীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
জানা যায়, ‘উই ক্যান বি হিরোস’ সিনেমায় থাকছে ভিনগ্রহবাসীদের আগ্রাসনের কাহিনি। আর সেই আগ্রাসন থেকে পৃথিবীর মানুষ তাদের প্রিয়জনদের কীভাবে বাঁচাবে সেই সংগ্রামই ফুটে উঠবে গল্পে।
Wohooo! It’s finally here! Presenting the first look for - We Can Be Heroes!!!! It’s directed by the incredible Robert Rodriguez, and is coming to Netflix on New Year’s Day!!! (1/2) pic.twitter.com/6TUTTVdAzX
— PRIYANKA (@priyankachopra) November 12, 2020
‘উই ক্যান বি হিরোস’র পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া কাজ করছেন হলিউডের আরও কিছু সিনেমায়। অরবিন্দ আদিগা রচিত ‘দ্য হোয়াইট টাইগার’ গল্প অবলম্বনে একই নামের নেটফ্লিক্স অরিজিনাল সিরিজে দেখা যাবে ‘দেশি গার্ল’কে। এছাড়া রুশো ব্রাদার্সের আমাজন প্রাইম ভিডিও সিরিজ ‘চিটাডেল’ রয়েছে প্রিয়াঙ্কার ঝুলিতে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এমকেআর