কোনোভাবেই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকছে না। কখনো ভালো আবার কখনো খারাপ, এভাবে প্রায় এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা চলছে তার।
গত বুধবার (১১ নভেম্বর) সৌমিত্রের শ্বাসনালীতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়। এরপর তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। এতে তার বাহ্যিক রক্তক্ষরণ হয়। শুক্রবার (১৩ নভেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। জটিলতা বেড়েছে এবং তিনি অতিসংকটজনক পরিস্থিতে আছেন বলেও চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম জানায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্কের স্নায়বিক সমস্যা বেড়ে প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তার সিটি স্ক্যান করা হয়েছে, এতে জানা যাবে রক্তজমাট বেধে আছে কিনা। হৃদযন্ত্রও তেমন ভালো কাজ করছে না। ‘হার্ট রেট’ অনেকটাই বেড়েছে। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে পাশাপাশি বাড়ানো হয়েছে অক্সিজেনের মাত্রাও।
এসব সমস্যা ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনির জটিলতা আরও বেড়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। সৌমিত্রের স্নায়ুর সমস্যা কাটাতে পরামর্শ নেওয়া হচ্ছে নিউরোলজি বোর্ডেরও।
সৌমিত্রের চিকিত্সার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম কর বলেন, তার কিডনি ভালোমতো কাজ করছে না, তাই ডায়ালিসিস করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি খুব খারাপের দিকে যেতে পারে। প্রথমবার আমরা প্রতিকূল ফলাফলের আশঙ্কা করছি। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদের সেরাটা হয়ত তার শরীরের পক্ষে যথেষ্ট হচ্ছে না।
এক মাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন সৌমিত্র। বর্তমানে তার করোনার রিপোর্ট নেগেটিভ থাকলেও বয়স ৮৫ বছর এবং কো-মর্বিডিটি থাকায় সৌমিত্রের শারীরিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
জেআইএম