ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভাওয়াইয়া সংগীতকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান বিবি রাসেল

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ভাওয়াইয়া সংগীতকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান বিবি রাসেল সোনিয়া ও বিবি রাসেল

নীলফামারী: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল বিবি রাসেল এবার রংপুরের ঐতিহ্য ভাওয়াইয়া সংগীতকে বিশ্ব দরবারে পরিচিতি দিতে প্রত্যয় ব্যক্ত করেছেন।  

শনিবার রাতে (১৪ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুরে ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টের দেওয়া এক সংবর্ধণা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি।

বিশ্বখ্যাত বাঙালি মডেল বিবি রাসেল তার হাতে গড়া বিবি প্রোডাকশন পরিদর্শনে আসেন। তার এই আগমনে শিল্প পরিবার ইকু গ্রুপ তাকে সংবর্ধণা দিয়েছে। সৈয়দপুরে বিবি প্রোডাকশনের তৈরি পুরুষের কাজ যেমন শাড়ি, ফতুয়া, লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট মেয়েদের বিভিন্ন পোশাক বিশ্বে ব্যাপক জনপ্রিয় করে তুলেছেন বিবি রাসেল।

বিভিন্ন দেশে ফ্যাশন শো করে এসব পণ্যকে জনপ্রিয়তায় নিয়ে আসেন তিনি। এসব পণ্য স্পেন, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, ইন্ডিয়া, ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে বলে উল্লেখ করেন।  

তিনি বলেন, সৈয়দপুরের পুরুষের তৈরি শাড়ি স্পেনের রানীকে উপহার দেওয়া হয়েছে। রানী তা পরিধান করে এই শিল্পকে ধন্য করেছেন। এছাড়া আমেরিকার তৎকালীন ফার্স্ট লেডী এ শাড়ি পড়ে রীতিমত মুগ্ধ হয়েছেন।

সৈয়দপুরে বিবি প্রোডাকশনের ২০০ নারী কাজ করছেন বলে জানান তিনি। যাদের অধিকাংশ হতদরিদ্র ও বস্তিবাসী। লন্ডন কলেজ অব ফ্যাশন থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া বিবি রাসেল সেখানে ব্যাপক জনপ্রিয়। বিদেশি আয়েশী জীবন ছেড়ে এসেছেন তিনি। কাজ করছেন বাংলাদেশী পণ্য নিয়ে। সে লক্ষ্যে দেশব্যাপী কাজ করছেন তিনি। কুয়াকাটা সমুদ্র সৈকত বাদে প্রতিটি অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন তিনি। দেশের পর্যটন শিল্প বিকাশেও কাজ করছেন বিবি রাসেল। করোনা প্রতিমারির এই দু:সময়ে বিবির কর্মীরা বসে নেই। কুটির শিল্পগুলোতে ব্যাপক কাজ হচ্ছে। ফলে ওই কর্মীরা এখন কর্মহীন নন।

বিবি রাসেল বলেন, সৈয়দপুরের তাত শিল্প অনেকটা এগিয়েছে। বিশ্ববাজারে তাঁত শিল্পের চাহিদাকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো সাজানো হচ্ছে। মডেলরা তাঁত বস্ত্র পড়ে র্যাম্পে অংশ নিচ্ছেন।  

সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিবি রাসেলকে নিয়ে তথ্যচিত্র তৈরি করছেন বিশিষ্ট টিভি অভিনেত্রী ও মডেল সোনিয়া হোসেন। তিনি সংবর্ধণা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন বিবি প্রোডাকশনের সৈয়দপুর ইনচার্জ আমিনুল ইসলাম সবুজ।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।