ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নেতাজি নয় অভিনেতা প্রসেনজিৎ, ছবি বিতর্ক ভারতে

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
নেতাজি নয় অভিনেতা প্রসেনজিৎ, ছবি বিতর্ক ভারতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নেজাজির প্রতিমূর্তি উন্মোচন করেন

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে সোমবার (২৩ জানুয়ারি) নেতাজি সুভাষ চন্দ্র বোসের একটি প্রতিকৃতি উন্মোচন করেন। এই প্রতিকৃতি আসলে নেতাজির নাকি চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত  'গুমনামি বাবা' চলচ্চিত্রের মুখ্য অভিনেতা টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তাই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য মহুয়া মিত্র একটি টুইট করে বিষয়টি সামনে এনেছেন। এরপরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়টি ভাইরাল হয়ে পড়ে।

বিষয়টি পরিষ্কার করেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনি সামাজিকমাধ্যমে দেওয়া বার্তায় নেতাজির মূল ছবিটি শেয়ার করে জানান সেই ছবিটি দেখেই রাষ্ট্রপতি ভবনে ছবি আঁকা হয়েছে।  যদি নেতাজির ছবির সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনও মিল থেকে থাকে তাহলে সেটা কৃতিত্ব মেকাপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর।  

The following is the picture on the basis of which the painting at Rashtrapati Bhawan was painted by Paresh Maity. For any similarity of Prosenjit's look to this photo, the credit goes to Somnath Kundu. #Gumnaami @prosenjitbumba pic.twitter.com/Lhy5FTzjtt

— Srijit Mukherji (@srijitspeaketh) January 25, 2021

এই নিয়ে মুখ খুলেছে বিজেপি। বিজেপি সূত্রে জানা গেছে, পরিবারের তরফে দেওয়া ছবি দিয়েই রাষ্ট্রপতি ভবনের ছবিটি এঁকেছেন শিল্পী পরেশ মাইতি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।