ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চঞ্চল চৌধুরীর লালন সংগীতে মুগ্ধ ফারুকী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
চঞ্চল চৌধুরীর লালন সংগীতে মুগ্ধ ফারুকী চঞ্চল চৌধুরী ও মোস্তফা সরয়ার ফারুকী

একজন পেশাদার অভিনেতা হলেও কালেভদ্রে গান গেয়ে দারুণ সাড়া ফেলেছেন চঞ্চল চৌধুরী। ইতোপূর্বে শাওনের সঙ্গে সাড়া জাগানো ‘সর্বত মঙ্গল রাধে’ গানের পর এবার লালনের গানে কণ্ঠ দিয়েও মাতিয়েছেন জনপ্রিয় অভিনেতা।

চঞ্চল চৌধুরী এবার সুর তুললেন ‘আমি অপার হয়ে বসে আছি’ গানে। তার সঙ্গে কণ্ঠে ছিলেন ইতি ইব্রাহিম। লালনের গান গেয়ে খুব অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মন জয় করেছেন তিনি।

চঞ্চলের গানে এবার মুগ্ধ হয়েছেন বাংলাদেশের নাট্যজগতের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে চঞ্চল চৌধুরীকে নিয়ে লেখেন, ‘চঞ্চল চৌধুরী আরামসে সংগীতশিল্পী হিসেবেও ক্যারিয়ার তৈরি করতে পারে! গুড জব, ম্যাজিক বাউলিয়ানা!’

উল্লেখ্য, ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসর শুরু হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে। বাংলার বাউল গান দিয়ে সারা বিশ্ব মাতাতে সান ফাউন্ডেশনের এই উদ্যোগের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড আর আয়োজনটি সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন।

২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় সারা দেশ থেকে রেজিস্ট্রেশন করেছিলেন ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। সেখান থেকে দেশজুড়ে দীর্ঘ অডিশন ও সিলেকশন পর্ব পেরিয়ে মূল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পান মাত্র ২৬ জন।

বিচারকদের রায়ে শেষ পর্যন্ত টিকে থাকে পাঁচ প্রতিযোগী। তারা হলেন- লালমনিরহাটের সিরাজাম মুনিরা পাখি, কুষ্টিয়ার ইতি ইব্রাহিম, রাজবাড়ীর সোহেল ভেড়ো, টাঙ্গাইলের পলাশ চন্দ্র শীল এবং চট্টগ্রামের নয়ন শীল।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।