ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চরিত্র নিয়ে পরীক্ষা করতে পছন্দ করেন নওয়াজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
চরিত্র নিয়ে পরীক্ষা করতে পছন্দ করেন নওয়াজ নওয়াজউদ্দিন সিদ্দিকী

দুই-একটা সিনেমা হিট করলেই সফল অভিনেতা হওয়া যায় না। বরং প্রতিটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করলেই, অভিনেতার আসল সত্তা বজায় থাকে বলে মনে করেন বলিউডের শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

 

আসলে চরিত্র নিয়ে পরীক্ষা করতে পছন্দ করেন নওয়াজ। তার প্রতিটা কাজ যাতে মানুষের মন ছুঁয়ে যায়, যাতে একবারও তাকে দেখে একঘেয়ে না লাগে, সেই চেষ্টাই সবসময় করেন তিনি।  

ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে নবপ্রজন্মের অভিনেতাদের উদ্দেশ্যে নওয়াজ বলেন, একটা ম্যাচে শতরান করলে, পরের ম্যাচগুলোতেও মন দিয়ে খেলা উচিত। একটা সিনেমা হিট করলে, দুই-তিন বছর ধরে সেই খুশিতে কাটালে ভালো অভিনেতা হয়ে ওঠা যাবে না। প্রতিটা সিনেমাতেই গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। একজন অভিনেতা হয়ে উঠতে গেলে প্রতিটা চরিত্রই ভীষণ গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে।  

তিনি বলেন, এক চরিত্রে যদি একাধিকবার অভিনয় করতে হয়, তাহলে একঘেয়েমি চলে আসবে। আর একঘেয়ে লাগলে দু'বছরের মধ্যে আমি সিনেমা জগত থেকে সরে যাব।  

জটিল চরিত্র পছন্দ নওয়াজউদ্দিন সিদ্দিকীর। চরিত্র পছন্দ হলে তবেই পরিচালকদের সঙ্গে কাজ করতে রাজি হন তিনি। এমনকি সিনেমার কাহিনি ভাল না হলেও কিছু যায় আসে না তার।  

নওয়াজ মানেই সিনেমাপ্রেমীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। বড়পর্দায় পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও, সকলের মধ্যে বরাবরই আলাদাভাবে নজর কাড়েন তিনি। এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও আপন মেজাজে ব্যাটিং করছেন তিনি। প্রসঙ্গত লকডাউনের পর এখন 'সঙ্গীন' সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন নওয়াজ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।