ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের গোল্ড স্পনসর হলো মিনিস্টার গ্রুপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের গোল্ড স্পনসর হলো মিনিস্টার গ্রুপ

ঢাকা: র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রযোজনায় ‘অপারেশন সুন্দরবন’ নামে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের গোল্ড স্পনসর হলো মিনিস্টার গ্রুপ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মিনিস্টার গ্রুপ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, র‍্যাব হেডকোয়ার্টারে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং ডিরেক্টর কর্নেল আশিক বিল্লাহ’র কাছে আনুষ্ঠানিকভাবে স্পনসরশিপ ফি এর চেক হস্তান্তর করেন মিনিস্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবির।  

এ সময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপ এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ঢাকা অ্যাটাক খ্যাত সফল পরিচালক দীপঙ্কর দীপন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী রিয়াজ, সিয়াম, তাসকিন, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ এবং রোশনসহ দেশী-বিদেশি আরও অনেক অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। চলচ্চিত্রটির লভ্যাংশ ভিকটিমদের সহায়তা, সাবেক জলদস্যুদের পূর্ণবাসনসহ উপকূলীয় অঞ্চলের জনকল্যাণে ব্যয় করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।