ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নাসির-তামিমার বিয়ে বিতর্কে ফের ঘি ঢাললেন সুবাহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
নাসির-তামিমার বিয়ে বিতর্কে ফের ঘি ঢাললেন সুবাহ শাহ হুমায়রা সুবাহ এবং নাসির-তামিমা দম্পতি

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিয়ে নিয়ে বিতর্ক থামছেই না। রাকিবের সঙ্গে তামিমার ২০১৭ সালেই আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বলে দাবি করা হলেও, আবারও বিতর্কের আগুনে ঘি ঢাললেন নাসিরের সাবেক প্রেমিকা-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।

 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসে বিয়ে বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ক্রিকেটার নাসির হোসেন। নিজের সিদ্ধান্তের প্রতি জোড়ালো সমর্থন প্রকাশ করলেন তিনি। তিনি বলেন, এখানে লুকানোর কিছু নাই। নাটক করার কিছু নাই। আমি সব জেনেশুনেই বিয়ে করেছি।

এদিকে তার বিয়েকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে চলছে বিতর্ক। কারণ নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি আগে বিবাহিত ছিলেন। তামিমা আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন রাকিব হাসান নামে এক ব্যক্তি। এই অভিযোগে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি।  

এই ঘটনায় নতুন মাত্রা দিয়ে যাচ্ছেন নাসিরের সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহ। নাসিরের সংবাদ সম্মেলনের পর সামাজিক মাধ্যমে সরব হন সুবাহ। সংবাদ সম্মেলনে নাসির হোসেন দাবি করেন, তামিমা ও রাকিবের বিয়ে বিচ্ছেদ হয়েছে ২০১৭ সালে। ২০১৬ সালে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছিলেন তারা। কিন্তু সুবাহ হাজির তামিমার পাসপোর্টের কপি নিয়ে। ২০১৮ সালের এই পাসপোর্ট কপিতে দেখা যায় তামিমার স্বামীর নামের পাশে রাকিব লেখা একই সাথে জরুরি প্রয়োজনে যোগাযোগ নম্বরও রাকিবের।

সুবাহ'র এই পোস্টে তিনি লিখেছেন, 'কিছু প্রমাণ দিলাম। জানিনা ঘটনা আসল কি। যাচাই করুন রাকিব ভাইয়াকে ফাসানো হচ্ছে এবং হবে। তামিমার পাসপোর্ট ২০১৮ সালের স্বামীর নাম দেয়া রাকিব হাসান। তাহলে ১৬ সালের জাল তালাক নামা আবার কিসের?' 

কিছু প্রমান দিলাম জানিনা ঘটনা আসল কি যাচাই করুন রাকিব ভাইয়াকে ফাসানো হচ্ছে & হবে। তামামিমার পাসপোর্ট ২০১৮ সালের সামির...

Posted by Subah Shah Humyra on Wednesday, February 24, 2021

নাসির হোসাইন সম্প্রতি তামিমাকে বিয়ে করার পর একের পর এক লাইভে এসে এ নিয়ে নানা কথা বলছেন অভিনেত্রী সুবাহ। সেগুলো আসছে আলোচনায়ও।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তাম্মি বলেন, 'রাকিবের সঙ্গে তালাকের জন্য ২০১৬ সালে তালাকের আবেদন করি এবং ২০১৭ সালে সেই তালাক সম্পন্ন হয়েছে। ফেসবুকে আমার নামে কিছু অ্যাকাউন্ট থেকে নানারকম বার্তা ছড়াচ্ছে। সত্য হলো আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এমনকী নাসিরেরও এখন ফেসবুক অ্যাকাউন্ট নেই। ওর একটি পেইজ আছে।

বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ক্রিকেটার নাসির হোসেন। স্ত্রী তামিমা তাম্মির সঙ্গে তার আকদ ও গায়ে হলুদের ভিডিও আপলোড করেন নাসির। এরপর ভাইরাল হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের ভিডিওচিত্রও।

পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা নীরবেই প্রিয়তমার সাথে গাঁটছড়া বাঁধলেও ক্রিকেটার নাসির হোসেনের গায়ে হলুদসহ অন্য অনুষ্ঠানগুলোতে বসে অতিথিদের মেলা। সেসব অনুষ্ঠানে সবাইকে মাতিয়ে রেখেছেন নাসির ও তামিমা।

রাকিব নামে এক ব্যক্তি তামিমা তাম্মিকে তার স্ত্রী দাবি করায় বিয়ে নিয়ে বির্তক এখন তুঙ্গে। তবে নাসির ও তামিমা এখনো এ বিষয়ে মুখ খুলেননি।   

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।