ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৬ মাস পর দেশে ফিরে নতুন সিনেমায় মিশা সওদাগর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
৬ মাস পর দেশে ফিরে নতুন সিনেমায় মিশা সওদাগর মিশা সওদাগর

গত সেপ্টেম্বরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে যান সিনেমার খলচরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। ছয় মাস পর সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।

ফিরেই নতুন সিনেমার খবর জানালেন এই তারকা।

গত ২০ মার্চ যুক্তরাষ্ট্রে থেকে স্ত্রী মিতা ও ছোট ছেলেকে নিয়ে দেশে ফেরেন মিশা। এরপর বেশকিছু চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরমধ্যে বুধবার (২৪ মার্চ) রাতে তিনি ‘রিভেঞ্জ’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এই সিনেমায় মিশা ছাড়া আরও অভিনয় করবেন জিয়াউর রোশন।

মিশা সওদাগর বাংলানিউজকে বলেন, ‘আমি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছি। তখন থেকে এক মাস দুই মাস করে সেখানে থাকা হয়েছে। কিন্তু এবারই প্রথম প্রায় ছয় মাস থাকলাম। ৩৬ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার টানা এতদিন পরিবারকে সময় দেওয়ার সুযোগ পেয়েছি। ’

সিনেমা প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বলেন, ‘করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ ছিল, শুটিংও ভালোভাবে হচ্ছিল না, তাই কাজে বিরতি দিয়েছিলাম। এখন আবার সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, যদিও করোনার দ্বিতীয় ঢেউ উঁকি দিচ্ছে। নতুন কিছু সিনেমার চুক্তিবদ্ধ হয়েছি, এছাড়া আগের কয়েকটি সিনেমার কাজ বাকি আছে। এগুলো সব এখন সম্পন্ন করবো। ’

মিশা জানান, যুক্তরাষ্ট্রে সস্ত্রীক ফাইজারের টিকার দুই ডোজই নিয়েছেন। তবুও স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

চলতি মাস থেকেই ‘শান’ সিনেমার ডাবিং করবেন মিশা সওদাগর। এরপর তিনি ‘রিভেঞ্জ’, ‘দিন দ্য ডে’, মিশন এক্সট্রিম’, ‘পোস্টার’র আরও কয়েকটি সিনেমার কাজ করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।