প্রখ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরীর মরদেহ রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার দাফনের সিদ্ধান্ত শনিবার (১৭ এপ্রিল) সকালে জানানো হবে।
বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি বলেন, ‘কবরী আপার জানাযা ও দাফনের ব্যাপারে সকালে সিদ্ধান্ত হবে। আপাতত তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ’
শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।
১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন কবরী। কাজ করেছেন ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘সোনালী আকাশ’, ‘দীপ নেভে নাই’-এর মতো দর্শকপ্রিয় সিনেমাতে। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়। ইদানীং তিনি দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’ নির্মাণ করছিলেন।
বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
জেআইএম