ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সত্যজিৎ রায়ের অপুকে ফেরালো ‘অভিযাত্রিক’ ট্রেলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ২, ২০২১
সত্যজিৎ রায়ের অপুকে ফেরালো ‘অভিযাত্রিক’ ট্রেলার

১৯৫৯ সালের ১ মে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’। এর ৬২ বছর পর একই তারিখে প্রকাশ্যে এলো অপুর সংসারের পরের অধ্যায়ের ঝলক।

 

রোববার (২ মে) কিংবদন্তি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপিত হচ্ছে। এমন মাহেন্দ্র ক্ষণের প্রাক্কালেই ‘অভিযাত্রিক’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ করলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।

‘রেলগাড়ি দেখতে যাবি দিদি…’, চেনা সেই সংলাপের স্মৃতি ফিরিয়েই প্রকাশ্যে এলো ‘অভিযাত্রিক’ সিনেমার ট্রেলার।

রেলগাড়ির সেই কু ঝিক ঝিক আওয়াজেই শুরু হয়েছে ট্রেলার। সাদা-কালোর আবহে অপূর্বর কাহিনি বেঁধেছেন পরিচালক শুভ্রজিৎ। তাতেই পর্দায় ফিরেছে অপু, কাজল, অপর্ণা, রাণুদি, শংকর। অপুর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। শংকরের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী। উল্লেখ্য, এই প্রথম একসঙ্গে কোনও সিনেমায় অভিনয় করলেন সব্যসাচী এবং অর্জুন চক্রবর্তী। অপর্ণার ভূমিকায় রয়েছেন ছোটপর্দার ‘রানিমা’ মানে দিতিপ্রিয়া রায়। অপু-পুত্র কাজলের ভূমিকায় শিশুশিল্পী আয়ুষ্মান মুখোপাধ্যায়। রাণুদির চরিত্রে শ্রীলেখা মিত্রর ঝলকও দেখা গেল ট্রেলারে। এছাড়াও রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সোহাগ সেন, তনুশ্রী শংকর।

‘অপুর সংসার’-এর পরবর্তী অধ্যায় নিজের সিনেমায় ফুটিয়ে তুলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। সিনেমার চিত্রনাট্যও তিনি লিখেছেন। ট্রেলার দেখে যেটুকু আন্দাজ করা যাচ্ছে অপু এবং তার ছেলে কাজলের সম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রবি শংকরের ‘পথের পাঁচালী’র থিম নতুন করে সাজিয়েছেন তারই কন্যা অনুষ্কা শংকর। সময়ের চাকা ঘুরিয়ে সত্যজিৎ যুগই যেন ফিরিয়ে আনার চেষ্টা করেছেন পরিচালক।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ০২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।