অভিনেতা ও রাজনীতিবিদের বাইরে দেবের আরেকটি পরিচয় তিনি একজন ব্যবসায়ীও। কলকাতায় টলি টেলস নামে তার একটি রেস্টুরেন্ট রয়েছে।
করোনা মোকাবিলায় দেব গত বছর থেকেই পাশে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্তদের। এবার তিনি নিজের রেস্টুরেন্ট থেকে বিনামূল্যে খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছেন।
বিষয়টি জানিয়ে দেব সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমাদের টিম টলি টেলস এবং সর্দারনী পরমজিৎ কউর মেডিক্যাল ট্রাস্ট মিলে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছি। আজ আমরা ৫০টি মিল বিতরণ করেছি। আগামী দিনে চাহিদা অনুযায়ী এর পরিমাণ আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন হলেই টলি টেলসের এই পরিষেবা নিতে পারেন। ’
তিনি জানান, দুপুরে অসহায় কেউ তার রেস্টুরেন্টে গেলে তারা বিনামূল্যে খাবার পাবেন।
এর আগে গত বছর বহু পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরার ব্যবস্থা করেছিলেন দেব। এছাড়া করোনা সচেতনতায় মানুষকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও প্রচারণা চালান এই ভারতীয় সংসদ সদস্য।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ১১, ২০২১
জেআইএম