ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঝড়ের তাণ্ডবে ‘টাইগার থ্রি’র শুটিং সেটের ব্যাপক ক্ষতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মে ১৯, ২০২১
ঝড়ের তাণ্ডবে ‘টাইগার থ্রি’র শুটিং সেটের ব্যাপক ক্ষতি

শুরু হয়েছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটির নবম সিনেমা ‘টাইগার থ্রি’র শুটিং। কিন্তু করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে সেট তৈরি থাকার পরও সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে।

 

সম্প্রতি ভারতের পশ্চিম উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় তকতে আঘাত হেনেছে। এতে মুম্বাইয়ে সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার থ্রি’-র শুটিং সেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শুটিং বন্ধ থাকায় কোনো মানুষের ক্ষতি হয়নি।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্র্যাউন্ডে দুবাইয়ের বাজারের আদলে এক বিশাল সেট তৈরি করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেটের ক্ষতি হওয়ায় বেশ লোকসান গুনতে হচ্ছে প্রযোজককে। এখন ক্ষতি হওয়া অংশটুকু আবারও পুনরায় তৈরি করতে হবে।

এদিকে, ফিল্ম সিটিতে তৈরি হওয়া সঞ্জয়লীলা বানসালীর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র কোনো ক্ষতি হয়নি। কারণ নির্মাতা সেট বাঁচাতে আগেই ব্যবস্থা নিয়েছিলেন।

সালমান খানের ‘টাইগার’ সিরিজের ‘টাইগার থ্রি’ সিনেমাটি পরিচালনা করছেন মণীশ শর্মা। প্রযোজক যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিনেমাতেও ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো নতুন কিছু মুখ দেখা যাবে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মে ১৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।