ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে জেনস সুমনের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ২০, ২০২১
ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে জেনস সুমনের গান

১১ দিন ধরে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল। রক্তক্ষয়ী এই হামলায় গাজায় ২শ ১৮ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৬৩ শিশু রয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বরোচিত এই হামলার সুরে সুরে প্রতিবাদ জানিয়েছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন। ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে গানটির শিরোনাম ‘আতর গোলাপ জল’। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর নতুন গান নিয়ে ফিরছেন সুমন।

ইথুন বাবু বলেন, ইসরাইলের তাণ্ডব আজ বিশ্বকেও গলিত শিলাস্তরের কম্পন বিচ্যুতির দিকে ধাবিত করছে। যা বিশ্ববাসী মেনে নিতে পারছে না। আমরা নিরুপায়, উচ্চপদস্থ দেশ তাদের পক্ষে। কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল মাথার ভিতরে। সেসব কথাই গানটিতে তুলে ধরা হয়েছে।  

তিনি আরও জানান, আগামী সপ্তাহে গানটি প্রকাশ হবে ইবি মিউজিক টিভির ব্যানারে।

জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সা‌লে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। আর ২০০৮ সা‌লে প্রকাশ হয় তার সবশেষ অ্যালবাম ‘মন চ‌লো রূপের নগ‌রে’। এরপর থেকে গানে অনিয়মিত তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৪  ঘণ্টা, মে ২০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।