ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ মুক্তি পাবে অ্যাপে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ৩০, ২০২১
ঈদে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ মুক্তি পাবে অ্যাপে শাকিব খান ও শবনম বুবলী

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত আলোচিত সিনেমা ‘বিদ্রোহী’ মুক্তি পেতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহায়। তবে প্রেক্ষাগৃহে নয়, এটি মুক্তি পাবে ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম সিনেবাজে।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া বিষয়টি রোববার (৩০ মে) নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে বলেন, প্রেক্ষাগৃহ বন্ধ, সে কারণে ঈদে প্রেক্ষাগৃহে বিগ বাজেটের সিনেমাটি চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের অ্যাপে সিনেমাটি মুক্তি পাবে, এটা নিশ্চিত।

২০১৮ সালের ২৬ জুন শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ সিনেমাটি মহরত অনুষ্ঠিত হয়। শুরুতে সিনেমাটির নাম ছিল ‘একটু প্রেম দরকার মাননীয় সরকার’। এরপর বেশ কয়েকবার নাম পাল্টে সবশেষ ‘বিদ্রোহী’ চূড়ান্ত করা হয়।

ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

‘বিদ্রোহী’ সিনেমায় শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, সাদেক বাচ্চু, ডন, সাবেরী আলম প্রমুখ। এর আগে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা হয়েছিল, কিন্তু মুক্তি পায়নি।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ৩০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।