ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনেতা নয়, ফুটবলার হতে চেয়েছিলেন টাইগার

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
অভিনেতা নয়, ফুটবলার হতে চেয়েছিলেন টাইগার টাইগার শ্রফ

নাচ, অভিনয় আর অ্যাকশন দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন বলিউডের এ সময়ের অভিনেতা টাইগার শ্রফ। সম্প্রতি শোনা যায় টাইগার নাকি ফুটবল খেলতে গিয়ে আহত হয়েছেন।

এরপরেই তার ফুটবলার হতে চাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, টাইগার শ্রফ নাকি ফুটবল খেলতে গিয়ে আহত হয়েছেন। এ নিয়ে ভক্তদের মাঝে দুশ্চিন্তা দেখা দেয়।

কিন্তু ঘটনাটা  কী হয়েছিল? সে বিষয়ে এ অভিনেতা বলেন, ‘ঘটনাটি সত্য। সেলিব্রেটি ফুটবল লিগ খেলার সময় আহত হয়েছিলাম। তবে এটি তিন মাস আগের ঘটনা। এখন সুস্থ ও স্বাভাবিক আছি। ’

অভিনেতা নয় বরং ফুটবলার হতে চেয়েছিলেন টাইগার। সে কথা জানিয়ে এ অভিনেতা বলেন, ‘আমি ফুটবলের ভক্ত। অল্প বয়স থেকেই ফুটবল খেলে আসছি। আমার ইচ্ছে ছিল ফুটবল দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করার, কিন্তু ভাগ্যে অভিনয় ছিল। ’

কিছুটা দুঃখের সঙ্গে তিনি জানান, ‘যদিও ফুটবলার হওয়ার স্বপ্ন আমি ছোটবেলা থেকে দেখতাম, কিন্তু তা অধরাই থেকে গেছে। স্কুলে পড়ার সময় দেখেছি ক্রিকেটকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা আমার কাছে খুব বেদনাদায়ক মনে হতো। ’

টাইগার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’। সামনে ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননকে। আগামী বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।