ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কপিল শর্মার সঙ্গে প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
কপিল শর্মার সঙ্গে প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত কপিল শর্মা

সময়টা ভালো যাচ্ছে না কমেডিয়ান কপিল শর্মা। তার নামের সঙ্গে একের পর এক বিতর্ক জড়িয়েই যাচ্ছে।

এর উপর তিনি নিজেই শিকার হলেন প্রতারণা! এর জেরে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে।

২০১৭ সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত বোনিটো ছাবরিয়া নামের এক কার ডিজাইনারকে ধাপে ধাপে ৫ কোটি ৩০ লাখ রুপি দিয়েছিলেন কপিল। ওই ব্যক্তিকে একটি ভ্যানিটি ভ্যান তৈরি করার জন্য এই অর্থ পরিশোধ করেন তিনি। কিন্তু ৪ বছর পার হয়ে গেলও কপিল এখনো ভ্যানিটি ভ্যান পাননি, তাই উপায় না দেখে দ্বারস্থ হন ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের (এনসিএলটি)। এরপর বিষয়টি তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।

প্রথমে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর ঠিকঠাক জবাব না দিতে পারায় বোনিটো ছাবরিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জনায় মুম্বাই পুলিশ। এই অভিযোগটি অবশ্য গত বছর দায়ের করেছিলেন কপিল।  

এদিকে সম্প্রতি আদালতকে অসম্মানের অভিযোগ উঠেছে ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-এর বিরুদ্ধে। এ কারণে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী এলাকার জেলা আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।