শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুরের সিজন-১৪ শুরু হচ্ছে। নতুন নতুন সব গল্প নিয়ে হালুম টুকটুকি, ইকরি ও শিকুরা হাজির হতে যাচ্ছে পর্দায়।
শুক্রবার (১৫ অক্টোবর) থেকে সিসিমপুরের নতুন সিজনের আনকোরা পর্বগুলো দেখা যাবে দুরন্ত টেলিভিশনের পর্দায়। পরবর্তীতে যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং মাছরাঙা টিভিতেও প্রচার হবে।
এমপ্যাথি বা সহানুভূতিকে মূলভাব ধরে সিসিমপুরের নতুন মৌসুমের প্রতিটি পর্ব শুরু হবে সিসিমপুরের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি, শিকুদের নিয়ে। আর সঙ্গে প্রতিবারের মতোই থাকছে গুণী ময়রা, আশা, গ্রোভার, রায়া, খুশি আর বাহাদুর।
থাকবে ইকরির বর্ণ লেখার গল্পগুলো। প্রতিটি পর্বে ইকরি একটি করে বর্ণ লিখবে। সাউন্ড আর ভিজ্যুয়ালের মাধ্যমে খেলতে খেলতেই ইকরি শিখবে ও শেখাবে কীভাবে এক-একটি বর্ণ লিখতে হয়। আরও থাকবে উপস্থাপক শিকুর উপস্থাপনায় দারুণ কুইজ শো ‘শিকুর বলতে পারো’।
বন্ধু রায়াকে সঙ্গে নিয়ে ‘মুশকিল আসানকারী গ্রোভার’ দারুণ মজার সব গল্প শোনাবে। মুশকিল আসান করতে গিয়ে কীভাবে মুশকিল আরও বাড়িয়ে দেয় সে, আর শেষ পর্যন্ত কীভাবে উত্তরণ ঘটে সেই মুশকিল থেকে, তারই বর্ণনা থাকবে সেসব গল্পে।
১৪ অক্টোবর ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে সিসিমপুর সিজন-১৪ উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। নতুন এই সিজনের শ্লোগান থাকছে ‘তের পেরিয়ে চৌদ্দ এলো/এগিয়ে চলো, পেখম মেলো। ’
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
জেআইএম