নিয়মিত অভিনয় করে অসংখ্য ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন তামিল অভিনেত্রী উমা মহেশ্বরী। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মাত্র ৪০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই টেলিভিশন তারকা।
রোববার (১৭ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আচমকা বমি করার পরই তার মৃত্যু হয়।
উমা মহেশ্বরীর মৃত্যুতে তামিল সিনেমা এবং সিরিয়াল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।
তামিল টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মিট্টি ওলি’র ভিজি চরিত্রের অভিনয় করে দর্শকের প্রচুর প্রশংসা পেয়েছিলেন উমা। এছাড়াও তিনি ‘ওরু কধাইয়িন কধাই’ এবং ‘মঞ্জল মাগিমাই’র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান।
বড় পর্দাতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। ‘ভেত্রী কোডি কট্টু’, ‘উনাই নিনাইথু’ এবং ‘আলি অর্জুন’ এর মতো সিনেমায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন উমা। ‘ই ভার্গভি নিলাম’ নামে একটি মালায়ালাম সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
জেআইএম