শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলা এখন মুম্বাই হাইকোর্টে। বুধবার (২৭ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো আদলতে জামিন শুনানি চলে।
দুপুর ৩টা ৫০ মিনিটে শুরু হয় আরিয়ানের জামিনের আবেদনের শুনানি। ডিফেন্স চুক্তি উপস্থাপন করতে গিয়ে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় পার করে ফেলেন। এরপরই আজকের কার্যক্রম শেষ করে আগামীকাল পর্যন্ত আরিয়ানের মামলার শুনানি স্থগিত করে দেন বিচারপতি নীতিন সাম্বরে।
আরিয়ানের হয়ে মুম্বাই হাইকোর্টে লড়ছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। এনসিবির পক্ষে রয়েছেন এএসজি অনিল সিং।
এদিন আরিয়ানের আইনজীবী আদালতে বলেন, গ্রেফতারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, আমাকে কেন গ্রেফতার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানাতে বেশকিছু জিনিসের উল্লেখ রয়েছে যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।
৩ অক্টোবর গ্রেফতার হওয়ার পর গত ২৫ দিন ধরে জেলে রয়েছেন আরিয়ান খান। আপাতত মুম্বাইয়ের আর্থার রোড জেলই এখন তার ঠিকানা। আরও একটা রাত সেখানে কাটবে আরিয়ান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাদের।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর তৃতীয় দফায় এই মামলা শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
জেআইএম