আরিয়ান খানের মাদক মামলার ‘বিতর্কিত’ সাক্ষী কিরণ গোসাভি গ্রেফতার হয়েছেন। ভারতের পুনে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আরিয়ান খানের সঙ্গে সেলফি তুলে আলোচনায় এসেছিলেন গোসাভি। তিনি আরিয়ান মামলায় ভারতের জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) সাক্ষী।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৮ সালে পুনের ফরাসখানা থানায় কিরণ গোসাভির বিরুদ্ধে প্রতারণার একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এতোদিন তিনি পলাতক ছিলেন।
পুলিশের জানায়, তিন বছর আগে কিরণ গোসাভি এবং শেরবানো কুরেশি পুনের চিন্ময় দেশমুখ নামে এক যুবককে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার জন্য প্রলোভন দিয়েছিলেন। এই অজুহাতে ওই যুবকের কাছ থেকে প্রতারণা করে ৩ লাখ রূপি নিয়েছিলেন তারা। এই ঘটনায় পুনে পুলিশ ইতোমধ্যেই মুম্বাই থেকে শেরবানো কুরেশিকে গ্রেফতার করেছে এবং এখন গোসাভিকেও গ্রেফতার করেছে।
এদিকে, বুধবারও (২৭ অক্টোবর) মুম্বাই হাইকোর্টে জামিন হয়নি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। দ্বিতীয় দিনের মতো আদলতে শুনানির পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
জেআইএম