বাবার কফিনের সামনে দাঁড়িয়ে ফটোশুট করেছেন এক ইনস্টাগ্রাম মডেল। জায়নে রিভেরা নামের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এই মডেলের কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০ বছর বয়সী রিভেরা সম্প্রতি ইনস্টাগ্রামে কালো আঁটসাঁট ব্লেজার জাতীয় পোশাক পরে দুটি ছবি পোস্ট করেন। তার পেছনে দেখা যাচ্ছিল একটি কফিন। একটি ছবিতে তাকে হাতজোড় করে নমস্কারের ভঙ্গি করতে দেখা যায়। ছবির ক্যাপশন থেকে জানা যায়, কফিনে রয়েছে তার বাবার মরদেহ।
এই মডেল লেখেন, ‘উড়ে চলেছে প্রজাপতি। বাবা তোমার আত্মা শান্তি পাক। তুমিই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। খুব সুন্দর একটি জীবন কাটিয়েছ তুমি। ’
মৃত বাবার কফিনের সামনে দাঁড়িয়ে তোলা এই ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। পরে পরিস্থিতি বেগতিক দেখে নিজের ইনস্টাগ্রাম পোস্টটি মুছে দেন তিনি। কিন্তু তার পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করে একজন বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘এই ইনস্টাগ্রাম মডেলের বাবা মারা গেছে। আর তার খোলা কফিনের সামনে দাঁড়িয়েই তিনি ফটোশুট করলেন। ’
সামাজিক যোগাযোগমাধ্যমে রিভেরাকে অনেকেই নানাভাবে কটাক্ষ করেছেন। কারও মতে তিনি মানসিক রোগী। অবিলম্বে তার চিকিৎসা শুরু করা প্রয়োজন। আবার সেই সঙ্গে অনেকেই আক্ষেপ করেছেন, বর্তমান তরুণ প্রজন্ম কতটা অসংবেদনশীল হয়ে উঠেছে, তার একটা স্পষ্ট উদাহরণ এই পোস্ট।
পরে এই মডেল বলেন, ‘ছবিগুলো তোলা হয়েছিল অন্য উদ্দেশ্যে। আমার বাবা বেঁচে থাকলে আমাকে যেভাবে দেখতেন, পছন্দ করতেন সেভাবেই ছবিগুলো তুলেছিলাম। প্রিয়জনের মৃত্যুকে সবাই নিজের নিজের মতো করে মোকাবিলা করে। কেউ কেউ প্রথাগতভাবেই শোকপ্রকাশ করেন। কেউ বা প্রচলিত ট্যাবুকে ভেঙে ফেলতে পারেন। ’
তিনি আরও বলেন, ‘আমার ক্ষেত্রে আমি ভেবে নিয়েছি, বাবা আমার কাছেই রয়েছেন। তাই আগেও যেভাবে তার সামনে আমি ছবি তুলতাম, এ ক্ষেত্রেও সেভাবেই ছবি তুলেছি। ’
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
জেএইচটি
this Instagram model’s father passed away,,,, and she did a photo shoot with the open casket…. pic.twitter.com/u1EVNxaajz
— Mac McCann (@MacMcCannTX) October 26, 2021