সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক অস্থিরতার দেখা দিয়েছিল। এ নিয়ে বাড়িতে আগুন, মন্দিরে হামলাসহ হতাহতের ঘটনাও ঘটেছে।
এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। এ নিয়ে তারা রোববার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের সামনে মানববন্ধন করেছে।
মানববন্ধনে অংশ নিতে দেখা গেছে চিত্রনায়ক রুবেল, ওমর সানি, আলেকজান্ডার বো, জায়েদ খান, চিত্রপরিচালক সোহানুর রহমান সোনা, শাহীন সুমনসহ অনেককে।
মানববন্ধনে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের নেতারা বলেন, সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ। যে কোনো প্রকার মৌলবাদের বিরুদ্ধে আমাদের সুদৃঢ় অবস্থানে রয়েছি। কতিপয় স্বার্থান্বেষী ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার ষড়যন্ত্রে লিপ্ত, আমরা তাদের ধিক্কার জানাই। যারা মন্দির, পূজা মণ্ডপে হামলা করে সম্প্রতির বন্ধন ছিন্ন করবার প্রয়াসে আমাদের রক্তাক্ত করেছে, আমরা তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি।
এর আগে শনিবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিউনিউয়ের রাস্তায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে টিভি সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের শিল্পী ও কুশলীদের জোট সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। তারাও সাম্প্রতিক এসব হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
জেআইএম