বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী সাড়া জাগানো সিরিজ ‘স্যাক্রেড গেমস’, ‘রাত আকেলি হ্যায়’ কিংবা ‘সিরিয়াস মেন’-এ অভিনয় করেছেন। তবুও ওটিটি থেকেই বিদায় নিচ্ছেন এ অভিনেতা!
এই অভিনেতার দাবি, ওটিটি এখন অপ্রয়োজনীয় কন্টেন্টে ভরা আবর্জনা ফেলার স্থান হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতিক এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘এ রকম কিছু সিনেমা বা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ওটিটিতে, যা বানানোই উচিত হয়নি। অথবা এমন কিছু সিক্যুয়েল বা সিজন তৈরি হয়েছে, যেখানে নতুন করে কিছু বলার নেই। ’
ওটিটির যাত্রা শুরুর প্রথম দিকে একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজ উপহার দিয়েছেন নওয়াজ। নেটফ্লিক্সের ‘স্যাক্রেড গেমস’ নিয়ে কম মাতামাতি হয়নি ২০১৮ সালে। তারপর নেটফ্লিক্সেই ‘সিরিয়াস মেন’, ‘রাত আকেলি হ্যায়’-তে অভিনয় করেছেন তিনি। সবগুলোই বেশ সাড়া ফেলে দর্শকদের মধ্যে। ’
নওয়াজ বলেন, ‘প্রথমদিকে ওটিটি মঞ্চ নিয়ে রোমাঞ্চ কাজ করত। নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া হত, কিন্তু এখন কোনও কাজে নতুনত্ব নেই। অজস্র সিনেমা বা সিরিজ মুক্তি পাচ্ছে। বিন্তু সংখ্যার দিকে তাকাতে গিয়ে মান নেমে যাচ্ছে। তারকাকেন্দ্রিক হয়ে ওঠায় ইন্ডাস্ট্রির বড় পর্দাকে নষ্ট করেছে। এবার সেই পথেই হাঁটছে ওটিটিও। ’
ওটিটিতে কাজ না করার সিদ্ধান্তের কারণ হিসেবে নওয়াজ বলেন, ‘যে সব কাজ আমি চোখে দেখতে পারি না, তাতে নিজেকে আর দেখব কী করে?’
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনএটি