দক্ষিণ ভারতীয় মেগাস্টার রজনীকান্ত সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মস্তিষ্কে রক্ত সঞ্চালনের সমস্যা দেখা দিয়েছিল।
রোববার (৩১ অক্টোবর) রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন রজনীকান্ত। তিনি ঘরে ফেরার পর ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন।
গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে চেন্নাইয়ের দ্য কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় রজনীকান্তকে। তখন জানানো হয়, বয়সের কারণে কিছু দিন পর পরই চেকআপ করানো হয় তার। সে কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ‘থালাইভা’কে। দ্রুতই তিনি বাসায় ফিরবেন। চিন্তার কিছু নেই।
তবে পরে জানা যায়, রজনীকান্তের মস্তিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালন হচ্ছিল না, তাই অস্ত্রোপচার করে রক্ত প্রবাহ স্বাভাবিক করেছেন চিকিৎসকরা।
হাসপাতাল থেকে ফিরে নিজেই হেঁটে বাড়িতে ঢোকেন রজনীকান্ত। তার আগে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশ্যে হাত দেখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
জানা যায়, হাসপাতাল থেকে ছাড়া পেলেও অনেক বিধিনিষেধ মানতে হবে রজনীকান্তকে। বেশি পরিশ্রমের কাজ আপাতত কয়েকটা দিন তিনি করতে পারবেন না। ফলে শুটিংয়ের কাজও বন্ধ রাখতে হবে তাকে।
এদিকে, দীপাবলিতে মুক্তি পেতে যাচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘আন্নাথে’।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
জেআইএম